সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) দুটি গ্যালাক্সির সংঘর্ষের ছবি তুলেছে। এই মহাজাগতিক সংঘর্ষের মাঝখানে, গবেষকরা অপ্রত্যাশিত কিছু খুঁজে পেয়েছেন – উভয় গ্যালাক্সিতে কোনো সক্রিয় সুপারম্যাসিভ ব্ল্যাকহোল নেই।
IC 1623 (বা VV 114 বা Arp 236) নামক গ্যালাক্সির জোড়া আমাদের পৃথিবী থেকে প্রায় ২৭.৫ কোটি আলোকবর্ষ দূরে।ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি (Caltech)-র Lee Armus এবং তার সহকর্মীরা চারটি অপেক্ষাকৃত কাছাকাছি, উজ্জ্বল গ্যালাক্সি একত্রিতকরণ এবং তারা কীভাবে কাজ করে তা খুঁজে বের করার একটি প্রজেক্টের অংশ হিসাবে JWST দিয়ে IC 1623 পর্যবেক্ষণ করেছেন।
গবেষক দলের একজন, Vivian U বলেন,
“একটি সংঘর্ষ গ্যালাক্সির আকার, এতে থাকা সকল উপাদানের এবং প্রায় সবকিছুই নাটকীয় পরিবর্তন আনে, তাই গ্যালাক্সিগুলি কীভাবে বিবর্তিত হয় তা বের করার জন্য আমাদের এই প্রক্রিয়াটি সঠিকভাবে বুঝতে হবে।”
ক্রেডিট: NASA/ESA/CSA/Dr. Lee Armus (PI)/Kevin M. Gill
দুটি গ্যালাক্সি একে অপরকে প্রদক্ষিণ করতে করতে শেষ পর্যন্ত সংঘর্ষে লিপ্ত হয়। তখন সাথে সাথে তারা একে অপরের মধ্যে থাকা পদার্থের ফাঁটলের বিশাল স্রোত বয়ে নেয় এবং বিশাল শক ওয়েভ তৈরি করে যা উভয় গ্যালাক্সির মধ্য দিয়ে যায়। এই দুটি প্রক্রিয়াই উপরের চিত্রের (ফিচার ছবি) লাল রং দ্বারা হাইলাইট করা হয়েছে, যা ধুলোয় আবৃত নক্ষত্র-গঠনকারী অঞ্চল। আর তৈরি হওয়া শক ওয়েব এই অঞ্চণে নতুন নক্ষত্র গঠনকে ত্বরন্বিত করে। দুটি গ্যালাক্সির মধ্যকার মহাকর্ষীয় বলে তৈরি নতুন নক্ষত্র তৈরির পকেটগুলি JWST দ্বারা সনাক্ত করা ইনফ্রারেড আলোতে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে যা ১ লক্ষ কোটি সূর্য আলোতে জ্বলজ্বল করার সমানে।
ক্রেডিট: ESA/Hubble Team/NASA/R. Chandar
প্রায় প্রতিটি বিশাল গ্যালাক্সির কেন্দ্রে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে এবং বিজ্ঞানীরা মনে করেন যে, যখন দুটি গ্যালাক্সি একত্রিত হয় তখন তাদের মধ্যে থাকা ব্ল্যাক হোলগুলি তুলনামূলকভাবে বেশি সক্রিয় হবে, তাদের চারপাশ থেকে গ্যাস গ্রাস করবে এবং প্রচুর পরিমাণে বিকিরণ নির্গত করবে। কিন্তু যখন Vivian U এবং তার সহকর্মীরা IC 1623 থেকে ডেটা বিশ্লেষণ শুরু করেন, তখন তারা সক্রিয় ব্ল্যাক হোলের কোনো চিহ্ন খুঁজে পাননি।
Lee Armus বলেন,
“এরকম গ্যালাক্সি একত্রীকরণগুলি সাধারণত সবকিছুকে উত্তেজিত করে এবং ব্ল্যাক হোলগুলিকে প্রচুর গ্যাস গ্রাস করার সুযোগ করে দেয় এবং তারপরে ব্ল্যাক হোল নিজে উত্তেজিত হয় এবং পুরো ঘটনাটা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে, কিন্তু আমরা এখানে তেমন কিছু দেখতে পাই নি। আমাদের আরো বিশ্লেষণ করে দেখতে হবে – হয়তো সবসসয় সুপারম্যাসিভ ব্ল্যাক হোল উত্তজিত হয় না। দুটি গ্যালাক্সি একত্রিত হবার সময় একটি বা দুটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল অপ্রত্যাশিতভাবে নিষ্ক্রিয় বা সংঘর্ষকারী ছায়াপথের গভীরে লুকিয়ে থাকতে পারে।”
হতে পারে ব্ল্যাক হোলগুলির চারপাশে কোনও বড় কার্যকলাপ এখনএ শুরুই হয়নি অর্থাৎ গ্যালাক্সি দুটি একত্রীকরণের খুব প্রাথমিক অবস্থায় আছে অথবা হতে পারে ব্ল্যাক হোলগুলির খুব অস্পষ্ট এবং আমরা সেগুলি দেখতে পাচ্ছি না।
এই প্রজেক্টটি Cycle 1 General Observers (GO) নামের একটা প্রোগ্রামের (যেখানে বিশ্বব্যাপী জ্যোতির্বিজ্ঞানী সম্প্রদায়ের বিজ্ঞনীদের JWST দ্বারা মহাকাশ পর্যবেক্ষণ সুযোগ দেয়) অংশ যেখানে Lee Armus-এর প্রস্তাব (Proposal ID: 1328) ছিলো, তিনি ওয়েবের MIRI, NIRCAM দিয়ে VV-114-এর ওপর নজর দিয়ে স্টারবার্স্ট এবং একটিভ গ্যালাকটিক নিউক্লিয়াস (ACN) বিশ্লেষণের করবেন। পর্যবেক্ষণ শেষে দলটি নিজেরা নিজের উদ্দ্যোগে সকল ডেটা বিশ্লেষণ করে।
দলটি আগামিতেও তাদের নিজেদের মতো গবেষণা করবে JWST-র ডেটা ব্যবহার করে। Cycle 2 প্রোগ্রামে Lee Armus আরো গভীরভাবে পর্যবেক্ষণ করবেন এবং তখন হয়তো জানা যাবে কেন একত্রীকরণ শুরু হবার পরও উভয় গ্যালাক্সিতে কোনো সক্রিয় সুপারম্যাসিভ ব্ল্যাকহোল নেই।
———
JWST Cycle 1 Science and Commissioning Data Now Available, STScI, July 14, 2022
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।